মৃত্যু দেখেছো কখনো
-- স্বপ্নের মৃত্যু,
-- ভালোলাগার মৃত্যু,
-- চাহিদার মৃত্যু;
যেখানে পঞ্চ ইন্দ্রিয়ে তড়িতাহত  হয়
সমস্ত চাওয়াগুলো,
রক্তের সাথে মিশে যেতে থাকে
অপরিমেয় অভিমানের জৈব ক্রিয়া
আর জড়ত্বের ধূসরতা!


হৃদয়ের অলিন্দে দাপিয়ে বেড়ায়
নৈঃশব্দের কান্না;
লোনা জলে সিক্ত অপুষ্ট রক্ত কণায়
মৃত্যু ছোটে, দাপাদাপি করে
আকাঙ্ক্ষার বিশালতা!


অথচ বিরহের পাত্র ছাপিয়ে যায়
মধ্যবিত্ত সত্তার সীমাবদ্ধতা,
যেখানে মুখ ফুটে বলা যায় না
কিংবা বলা হয়ে ওঠে না
অপ্রাপ্তির গোপন চাওয়াগুলো ,


দূরত্বের সাথে দূরত্ব বেঁধে
চলা রজ্জুপথে
ভালোবাসার সম্মোহনে;
যেখানে মৃত্যুর মৃত্যুও থাকে না!!