ফুলের সাথে প্রথম দেখা মোর
এক শান্ত প্রভাতে,
আমার বুকের জমিনে
বুঝি ফুটেছিল সে ফুল!


বড়ো আনমনে বলেছিলাম--
অলকানন্দা!
স্নিগ্ধ সমীরনের আলতো ছোঁয়ায়
মৃদু দুলে উঠেছিল সে,
উঠেছিল ভোরাইয়ের সুর গুনগুনিয়ে --
আমার কণ্ঠ ছুঁয়ে যৌবনা পাহাড়ি ঝর্ণায়!


মৌমাছিরা জাগেনি তখনও,
ছিলাম বুঝি প্রজাপতি একা,
অলকানন্দা হেসেছিল
জানা ছিল না ওর গোত্র পরিচয়!


তবু ডেকেছিলাম আনমনে
অলকানন্দা নাম,,,,