আজ থেকে বছর দেড়েক আগে
বের হয়েছিলুম কয়েদখানা থেকে,
ঘুরিতেছিলাম পথে চাকুরি যদি জুটে ।
কষ্ট ছিল আকাঁ, পকেটটাও ফাকাঁ,
অবশেষে পেলাম চাকরী পড়ানোর ।
কলেজটা ছিলনা নামি বা বেশ বড়,
তাতে কি এখন চাকুরিটাই বড় ।
চেম্বারে বসিয়া চিন্তা করে হিয়া,
সুখ হবে যে কিসে, জীবন মরে বিষে ।
কেমেষ্ট্রি অধ্যাপক শান্ত বাবু কহে,
"সুখ শুধুই খুঁজ, কেমেষ্ট্রি কি বুঝ?"
হাঁসিয়া আমি কহি, সুখই যদি বুঝি
আর কিছু কি খুঁজি ?


০২ ভাদ্র ১৪২২ বঙ্গাব্দ
পেনাং, মালেয়শিয়া ।