আকাশে আজি নিবিড় করিতেছে ভিড়,
বৃষ্টির ধারা ঝরিতেছে দেখ অঝরে ।
মনে পড়িতেছে এমনই কোন দিনে,
তোমারই সনে ছিলাম সাঝেঁর ক্ষণে ।
আখিঁ যুগল ছিল ভালবাসায় ভরা,
কথা ছিলনা বলার, মন দু'জনার ।
গগনের সুধাকর হাসিয়া কহে,
ভালবাসা যেন তোর চিরদিন রহে ।


বাজ পড়িতেই চমকিত হিয়া ! দেখি,
নেইকো তুমি কাছে, শূন্যতা চারিপাশে ।
প্রেমহীন বুকে মরূভূমি সম খাঁ খাঁ ।
জনমের তরে চাহিলাম আমি যারে,
আমায় ছেড়ে আজি, রহে পরের তরে ।
ভীষণ ব্যাথ্যা বুকে, মরি পরের সুখে ।।