যখন এসেছিলাম এ ধরায়
ছিলনা আমার পরিধেয়
ছিল না কথা বলার শক্তি
ছিল না অর্থ কানা-কড়ি।


হে প্রভূ, ওগো দওয়ার সাগর
ঢেলে দিলে দওয়ার বৃষ্টি
দিলে পরিধেয় বস্ত্র
করিলে আমায় সৃষ্টিকালের শ্রেষ্ঠ।


হে প্রভু, করতে পারিনি
শুকরিয়া তোমার,
তবুও প্রত্যয় আমার
ক্ষমা করিবে তুমি ।


আমি আসামী, তুমি বিচারক
বিচার হবে সকল পাপে
অপরাধী-অবিশ্বাসী সকলে
দিবে তুমি আগ্নিকুন্ডে ।


জুড়ে দু'হাত বলি তোমারে
সৃষ্টিকর্তা খুঁজি তোমায় সৃষ্টির মাঝে
এতে হয় যদি ভুল
জানি দিতে হবে মাশুল


গভীর নিশিতে, আশ্রু চোখেতে
বলি তোমারে দু'হাত তুলে
"প্রত্যবেক্ষা আমি, হয়তো পাপি
তবুও রেখে নাকো মোরে, অবিশ্বাসীদের তলে
আমি যে বড় অবুজ।
করে দিও ক্ষমা বিচারের দিনে।"