খানিকটা গুণগ্রাহী
খুঁজতে থাকে আঁখি
কণ্ঠে যার স্বরলিপি
যারে রঙ তুলিতে আঁকি!
আমি আবার গান জানি না
গাইতে তবু চাই
তা ধিন না নাচের সাথে
সুর মেলাতে যাই
সুর মেলে না তাল মেলে না
লয় কাটা টাই সার
আসতে যেতে লক্ষ দেনা
সবার মুখ যে ভার!
সবাই খুঁজে রেসের ঘোড়া
কচ্ছপে কার চলে
আমাকে ভাই ভুল বুঝো না
আমিও তোমার দলে
আমিও তো পরী খুঁজি
সুন্দরী তে দারু ন মজি
হতেম যদি শেখে র বাতি
সুরা হাতে খেলতাম বাজি
হইতে পারি নাই
তাই পরীর পিছে ঘুরতে গিয়ে
হলেম রে দুচ্ছাই-
আমার দুঃখ সাড়ে নাই!
আচ্ছা বলুন আমায় কেহ
কিসের তরে বাঁচি?
কোন গুণটা আছে আমার
যা পেতে যে কেউ রাজী?
নাই নাই ভাই নাই কিছু নাই
ছন্নছাড়া আমি
এলেম গেলেম খেলেম শুলেম
বড্ড একা আছি