আজ আমি পড়তে বসিনি
আজ কিছু করতে বসিনি
আজ আমি ফাঁকা
ঠিক যেন ছুটির দিনের
রাজধানী 'ঢাকা'
আজ আমি ঘুরছি ফিরছি বেশ
আজ আমার স্মৃতির পালে
লাগছে হাওয়ার রেশ
দুঃখ ছিল যত
আপন মনেই জ্বলে
হয়েছে নিঃশেষ
আজ সাতপাঁচ ভেবে ভেবে
ফাঁকা পকেট মেপে মেপে
হাঁটছি রাতের পথে
নিঃশ্বাসে সুবাস মেখে
কখনো তা কাঠচাঁপা
কখনো কিশোরীর হাতের বেলীফুল
কখনো সে রাতের রজনীগন্ধা
হাসনাহেনা বকুল
সকল সুবাসে স্মৃতি হয়ে
তুমি রয়েছ মিশে
পাশে নেই তাতে কি এসে যায়
তারার ছায়াপথে আমার ছায়া
আমার মাঝে মিলিয়াছে শেষে
একাকীত্ব কখনো অবাক অভিশাপ
কখনো তা সেরা বন্ধু
মাঝে মাঝে নিজেরে হিমু ভাবিয়া
পাড়ি দিই অরণ্য সিন্ধু
তারপর ভাবি হিমুর ছিলো আশ্রয়স্থল
রূপা ছিলো তাঁর নাম
সাতটি নীলপদ্ম খুঁজে না এনেও
হিমু পেতো ভালোবাসার দাম
আমি হিমু নই
তাই রূপাকে পাইনি খুঁজে
আমি আপন মনেই আঁকি
অদৃশ্য মুখচ্ছবি
আমার কবিতায় সে বিরাজে
আজ এলোমেলো আমার পঙক্তিমালা
খানিকটা অভিমান মনে জাগে
ভালোবাসার মূল্য ভালই দিয়াছি
অতীতে পথের বাঁকে
আজ অতীতের নেই হাতছানি
নেই বর্তমানে আগু পিছু
ভবিষ্যৎ সে স্রষ্টা জানেন
আমি ভাবি না কিছু