শ্বেত শুভ্র বসন এর আশায়
কলমে দিচ্ছি শান
ক্ষয়ে যায় মহাকাল
সব স্মৃতিকে করে ম্লান
টুকরো টুকরো গল্পে আজ
নেই হাওয়াই মিঠাই এর স্বাদ
রাতপরীরা আজ রূপকথা ভুলে
বাস্তবে চাল মাৎ।
দাবার ছকের হারজিত
আজ জীবন খেলার মঞ্চে
প্রতিমুহূর্তে লড়ছে সবাই
হারা জেতার দ্বন্দ্বে।
লড়ছি আমি আমার মত
বোকা হয়ে রোজ
গুটি গুটি পায়ে  চলছি খুঁজে
আমার মনের খোঁজ
সাদা- কালোর পৃথিবীতে
ধূসর মানুষ আমি
নিয়্যত কোথায় নিয়তি কোথায়
জানেন অন্তর্যামী
তেপান্তরের পাড়ে আমি
অপেক্ষাতে রই
রাধা দোষে না রাই সে আসে
পথের সীমা কই