মানুষ কি সত্যি বদলে যায়!
না বদলে যায় সময়
না দিন বদলের পালায়
হারায় পরিবেশ
না পাবার বেদনা অবহেলা
বঞ্চনা হয়ে বুকে বাজে-
কেড়ে নেয় বিশ্বাস;
আমরা কি সত্যি বদলে যাই
যেমন বদলেছিল হাওয়া
আস্বাদ নিয়েছিলো সেই নিষিদ্ধ ফলের
কারো প্ররোচনায় স্বর্গ থেকে খসে পড়েছিলো
নক্ষত্র রাশি হতে উল্কা পিণ্ডের মত।
বদলেছিল তো ইবলিশ ও
ফেরেশতাদের সর্দার হতে
স্বয়ং শয়তান হ'য়ে-
আমরাও হয়তো বদলে যাই
নিজের অজান্তে
কারো প্ররোচনায় কারো বঞ্চনায়
নিজ চাহিদায় না হয় কোন এক অজানায়
বদলে যাওয়াও হয়ে যায় পাপ
তাই করি না বিশ্বাস আমি নিজেকেও
কারণ বদলে যায় সময়;
বদলানো আমাদের স্বভাব।
সেদিন কেউ বলছিলো
'বেইমান'
সে শব্দেও থাকে ইমান লুকিয়ে
কিন্তু সে ইমান শ্রদ্ধায় দেয় না
মাথা ঝুঁকিয়ে।
না আমি বিচারক নই
নই সাক্ষী সান্ত্রী কেউ
আমিও তো বেইমান
কারো না কারো চোখে
তার স্বার্থে নিজ স্বার্থ রুখে -
তাই করি না বিশ্বাস আমি নিজেকেও
কারণ বদলে যায় সময়;
বদলানো আমাদের স্বভাব।
আমাদের আদি পুরুষ
চেখেছে যে বিষবৃক্ষের স্বাদ
তারই বীজ লুকিয়ে রয়েছে
হৃদয়ের কোণে
বাড়িয়ে চলেছে 'অভাব'।