মানুষ আমি যন্ত্র নই,
কষ্ট পেলে ক্রুদ্ধ হই-
রুষ্ঠ হলে আপন ছলে,
গর্তে গিয়ে মুখ লুকোই।
বিষ সেতো সবার মনে,
কেউ বলে-
কেউ লুকোয় কোণে,
ভুলতে সেসব করছি লড়াই ,
প্রতিযোগীদের নিত্য দেখছি বড়াই ।
মুচকি হেসে শিখতে এসে,
নিজকে লুকোই ছদ্মবেশে-
আপন লক্ষ্যে উঠি-নামি,
দেখতে থাকি সালতামামি।
কালের লিখন ভাগ্য খেলা,
উপর নিচে সারাবেলা,
যা হবে তা দেখা যাবে,
চেষ্টা আছে বিশ্বাস রবে।