রঙ তুলিতে অনেক দিন পড়েনি হাত
তাই ক্যানভাসে আজ জমেছে শতেক ধুলো
সেথায় মাকড়সা পেতেছে জাল
ফাঁদে আটকেছে ফড়িং গুলো


অনেকদিন সা ধো নি গলা
তাই হারমোনিয়ম কর্ড হয়েছে বিকল
সুরের সাধনায় মন না বসিলে
কর্ডের কি দোষ বল


শব্দ জটে বন্দী মাথা
কবিতা বড্ড খেলো
যে ছিল কবিতার আঁধার
সে যাওয়ায় সব এলোমেলো


ভালবাসতে বড় সাধ জাগে
যে ভালোবাসা হয়েছে ছল
আংগুলের ফাঁকে বহ্নি জ্বালিয়ে
ফুসফুস করছি বিকল


তাই বলে কি আজ একলা কাটিবে কাল
মানুষ চিনিতে ভুল করাইয়া
শোধ আজ লহিবে মহাকাল!


না জেনো একলা কেহ নয়
বিরহ যার মনেতে জমা
তাহার ও সঙ্গী হয়


হয়তো কোন বিনোদিনী
যে হয়েছে ছন্নছাড়া
প্রেম সে পায়নি গোকুলের
নয়ন তার দিশেহারা
সে নয়নে চাহিয়া হারাইবে কুল
হয়তো কবি আজ
কহিবে নীরবে ভালোবাসি তোমায়
ও গো বিনোদিনী
সেতু কি গড়িবে আজ।