মেঘে মেঘে যতই ঢেকে যাক চাঁদ,
আড়ালে থাকে না নীল ধ্রুব তারা-
পথিকের পথের সে তো দিশারী,
হোক সে নাবিক- নভোচারী- দিশেহারা।
বিশ্বাস তাকে করে যে বিশ্ব
অদৃষ্টে সে হয় না নিঃস্ব।
দেয়ালে ঠেকে যায় ঠেকে যাক পিঠ
কি ধরাতে নত হোক শীর
স্রষ্টা যার করিয়াছে পালন
কভূ না হারায় সে নিজ নীড়।
হয়তো ক্ষণিকের ধীরতা আসে
কিন্তু বর্ষার বারি নদীতে যায় মিশে
একটি লক্ষ্য একটি কাজে
করিলে মহারথ
যশ সে তোমার
আপনাতে আসে
তাই ভালবাসো নিজকে এমন
তোমার কাজ তোমার আপনজন
তোমার হাতে ধনুক তোমার হাতেই তীর
লক্ষ্য তোমাতে হোক স্থির
আপন গতিতে ছোটো আপনের মত
হারাবে তোমায় কোন সে বীর!