স্বস্তি মিলেছে না মিলেনি
খুঁজেছি আমি তা আনমনে
স্বস্তি পেতে হেঁটেছি
বর্ষা ভেজা বিকেলের গানে
খালি পায়ে হাঁটা ঘাসের ছোঁয়া
নদী পাড়ের সে শীতল হাওয়া
সে পাবে না কংক্রিটের শহরে-


তবু বারে বারে আনমনে
খুঁজে ফিরি ঘরে কোণে
যদি বা খুঁজে পাই-
না পাইনি খুঁজে স্বস্তি আমার
আজো খুঁজে বেড়াই,
খুঁজে বেড়াই।।


জরুরী হয়ে গিয়েছে
ক্লান্তি আমায় ঘিরেছে
স্বস্তির দেখা পেয়েছি
মনকে সাথে যে হারিয়েছি
পাই বা না পাই আমি তোমায়
খুশি আজ কে আমার থামায়


খুশী আমি মনে মনে
লিখে যাই গানে গানে
জীবনের খেলা গানে
স্বস্তি যে প্রাণে আনে
হারাই আমি তার ঠিকানায়-


হারাই আমি দু'নয়নে
হারাই তার ইশারায়


জানা অজানাতে আমি বলি তার সাথে
কথা আমার না ফুরায়,
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি যে তোমায়
বেহিসেবি ভালোবাসায়
স্বস্তি আমায় খুঁজে পায়-
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি যে তোমায়