গহিন অরণ্য মাঝে আঁকাবাঁকা পথ
সে পথে হাঁটি আমি একা অরণ্যচারী
অরণ্য মাখার কাহার সেই বাঢী
আমি জানি তাহা জানি


আমি জানি তাহার খোঁজ
যার অরণ্যে আজ আমি একলাটি দাঁড়িয়ে
দূর ঐ পাহাড়ে তাহার বাড়ী
আজ সে নেইতো এইখানে
যে আমাকে দিবে থামিয়ে
আজ আমি মুক্ত বাধাহীন
স্বাধীন আমি


আমার পোষা কুকুর অবাক তাকিয়ে রয়
হয়তো সে ভাবছে কেন খামারে নেই আমি
কেন এই গহিন বনের পাড়ে শ্যাওলা পড়া দীঘিতে
অন্ধকার নিশীথে কেন একলা দাঁড়িয়ে আমি


নিজের ডাকে কুকুরটি সচকিত করে আমায়
যেন শুধায় কোন ভুল হয়নি তো আমার
হয়েছে কি চিনতে কোন ভুল
তাই হারিয়েছি আমি এই নিঝুম নিরালায়


গহিন অরণ্য কি শান্ত নীরব চারিপাশ
হারানো কি আমার নিয়তি না নিছক অভিলাষ
এখনো যে চলার বাকী বিস্তর ধু ধু পথ
এখনো খুঁজে ফিরি আমি হারানোর-
আমার হারাবার ঐ পথ।