আচ্ছা এমন যদি হতো!
তিতির পাখির পিছে
ছুটতো!
ছুটতো এই মন মিছে-
সকাল হতো মনের মতো
স্বপ্নতরীর নীচে-
পূরণ হতো সকল কিছু
যে যা চাইতো মিছে-
হারাতো না সুর কবিতা
হারাতো না গান
সরল মনে সুরের তারে
বাঁধিতাম পরাণ-
কিন্তু জানি আমি জানি
তাহা পিছে
সকাল সন্ধ্যা ছুটি আমি
স্বার্থ নিয়ে মিছে-
স্বার্থ আমার অর্থ কড়ি
স্বার্থ আমার মন
স্বার্থ ঘিরে হানাহানি
পরার্থে গমন,
পরমাত্মা খুঁজতে গিয়ে
দেহে বিষ যে বয়
পাপ পুণ্যের ঘড়া ভরায়
জীবন অপচয়।
প্রকৃতি বুঝি তাই আপন খেয়ালে
আজ মোদের উপর রুষ্ট
হুমকি পানে বন্দী জীবন
আবদ্ধ অবোধ কষ্ট।