লিখছি না ভাই লিখবো না
লেখার নাইকো দাম
লিখতে গেলেই ভাবতে বসি
কিনবে কে?
কি কাম?
অনুভূতির ফল্গুধারায় হাস্য পরিহাস
সত্য বললে কেউ শোনে না
পাম পট্টিতে বাস
তেলের ড্রামে আরব ধনী
মিছে কথা ভাই
চাকরি বাঁচাও কি বিজনেস করো
তেল যে মারা চাই
জ্ঞান নিয়ে কি আলাপ সালাপ
যদি না লাগাও কাজে
জায়গামতো বিনিয়োগে
কোটি টাকা আসে
মোস্ট ওয়ান্টেড এলিজিবল
হইতে যদি চাও
অল্প দামে তেল বিক্রি
আজই শিখে নাও
যুক্তি ভুলো তর্ক ভুলো
কার দানে ভাই তুমি চলো
এসব ভুলে ঘাপটি মেরে
সুযোগ খুঁজে যাও
আইডিয়া যদি বেচতে পারো
হবে কোটিপতি ভাউ
সেদিন গেছে কে দেয় টাকা
দিতো গৌরী সেন
আজকের দিনে স্টার্ট আপে
দিচ্ছে চায়না জাপান ফ্রান্স
ভিনদেশি কি প্রতিবেশী
সবাই খুঁজছে চান্স
বেচতে পারলে লে হালুয়া
কোটি টাকার ড্যান্স
মূল্যবান এই মন্ত্র তুমি
যদি লাগাতে চাও কাজে
এমোর্টাইজেশন শিখো রে ভাই
ধান্দা হাজার আছে
সেই যে মুভি খান বাহাদুর
করেছিলো আগে
বলেছিলো ধান্দার চেয়ে বড় বাহে
ধর্ম নাহি আছে
ছিচচাকুরে আজকে আমি
করছি স্বীকার ভাই
তেলের চেয়ে দামী শিক্ষা
এডুকেশনে নাই