কীভাবে মানি কতটা দূরে তুই আমার থেকে,
ভেবে ভেবে মন আমার কেঁদে চলে যায় নীরবে-
তুই নেই কাছে আমার তবু মনের মাঝে কেন এমন বাজে,
তোর স্মৃতি বয়ে চলে যায় হৃদয়ে আমার আনাচে কানাচে।


আমার প্রতি লেখায় গানের সুরে ডায়রির পাতার ভাঁজে
সব কিছুতে আজো যে শুধুই তোর- ই ছোঁয়া আছে।


চোখের ও পাতায় দু'নয়নের দরজায়
স্মৃতির নীড়ে তুমি আছো
হৃদয় মোহনায় বয়ে চলা সময়ের কাঁটায়
তুমি বাঁচো


আমার প্রতি কথায় চাওয়া পাওয়ায়
আজো  চেয়ে যাই
আমার প্রতি ওয়াদায় প্রতি দুয়ায়
আজো  আমি তোমায় খুঁজে যাই।


সুখে-দুখে চলার পথে,
স্মৃতির পাতায় তোমার সাথে,
ষড় ঋতুতে প্রকৃতিতে
চোখে বয়ে চলে অশ্রু রীতিতে-
আমার জীবনের ভালোবাসায়
বেঁচে থেকেছি তোকে পাবার আশায়।


আমার কথায় আমার ওয়াদায়
তোর নাম লেখা প্রতি পাতায়
বেঁচে আছি থাকবো যতদিন
চেয়ে যাবো তোকে শুধু প্রতিদিন।


বাঁচার আশায় ভালবাসায়
আজো লিখি ডায়রির পাতায়
তুমি আছো কোথায় কেমন আছো
কার সাথে তুমি আজ বাঁচো
যে কথা ছিল আমায় বলার
তা কার কানে বলে বাঁচো?


শুধু মনটা ছিলো আমার কাছে
সেটাও আজ হেরে তোমার কাছে
বোবা মুখে কথা নেই আজ ও
আমায় ছেড়ে তুমি বেশ ভালো আছো-


চোখের তারায় স্বপ্নের মায়ায়
বেঁচে আছি আজো স্মৃতির ছায়ায়
তোর গানের মাঝে তোর সুরে
বেঁধে আছি অদৃশ্য ডোরে


তোর সুবাস তোর কণ্ঠের আশ
তোকে ভালোবাসার সে বিশ্বাস
ভেঙেছে তা আমাকে আজ
তবু ফেলিনা আমি দীর্ঘশ্বাস


তোকে আজো ভালোবাসি আমার মত
আমার মন প্রাণ দিয়ে যত
তোর নামে লেখা আমার কবিতা
তোকে ঘিরে আজো জীবন ছবিটা।


আমার প্রতি লেখায় গানের সুরে ডায়রির পাতার ভাঁজে
সব কিছুতে আজো যে শুধুই তোর- ই ছোঁয়া আছে।
তোর নামে সঁপেছি জীবনটা
তোকে হারিয়েছি তবু-
কেটে যাচ্ছে আমার জীবনটা।