ও আকাশের শুকতারা রে
কেন অবুঝ তোর চাওয়া রে
সত্যি বলতো আমার মনে
ঘর বানাতে খুঁজি কারে
সংঘর্ষ কি হাতের রেখায়
ঠিকানা খুঁজেও না পাই দেখা
ভালোবাসাই অসাধ্য যখন
তবে মিছে কেন মনে রাখা
মনের আশা শত আশা
নিঃস্তদ্ধ রাতে শুধু সাথে
বিষণ্ণ ভালোবাসা
মনের আশা শত আশা
ছিন্ন ডোরে মিছে পুড়ে
অবুঝ ভালোবাসা
জিদ আঁকড়ে তোর পড়ে থাকা
তর্ক করা আমার বৃথা
নদীর দু-কূল কভু মেলে না