মৃন্ময়ী আজ ভাবছি তোমায়
খুঁজেই নেবো আমি
বৃষ্টিস্নাত সন্ধ্যা বেলায়
দিক হারাবে তুমি
ডাকবে আমায় অবাক হেসে
এই শুভ্র!!! এই
চললে আমায় ফেলে
ভালোবাসো এই
বলবো আমি মুচকি হেসে
করবো কি রে বল
ভালোবাসায় আমার তো ভাই
আছে খানিক জল
তোমায় আমি ঝাপসা দেখি
চশমা পড়ি নাই
সীমারেখায় বাধাঁ আমি
ভালোবাসা নাই
হাজার খানেক শর্ত মেনে
ভালোবাসায় জীবন থেমে
কষ্ট তুমি বাড়াও আমার
পাবার দেখা নাই
তুমি আমায় বলছ আবার
ভালোবাসা নাই
হাসছি আমি হো হো করে
ভালোবাসায় ছিলাম থেমে
আজকে আমি ঘৃণা করি
নিজেকে রে ভাই
ভালোবাসায় আজকে আমার
শরীর নিলো ঠাই
আজকে মনে শরীর ছাড়া
কোন কিছু নাই
তাই পালাচ্ছি আমি তোমায় ছেড়ে
যেন সুখে থাকো তাই
ভুলে আমায় এমনি যেও
ভালোবাসা নাই