সেদিন দেখা কথা বলা হঠাৎ আলাপন
আনমনে দু'নয়নে হঠাৎ উচাটন
দ্বিধার ভারে আপন মনে ভাবছি আমি বেশ
কইবো কথা নাকি হবো অবাক নিরুদ্দেশ-


কেন হঠাৎ বলো এমনতর হয়
মনে কাজ করে শতেক দ্বিধা আর ভয়
সুর কেটে যায় ঠোঁট বেঁধে যায় বোল ফোটে না
কথা বলা ছাড়া কেন যে ভালো লাগে না!


কথা কইতে যেয়ে সময় দিলাম পাড়ি
দু' চোখে ভাসে অবাক হাতছানি
কবিতায় মনের ভাবনায় নিছক সঙ্গ
যা করি নি তা করে ফেলি নিঃসঙ্গ
একাকীত্ব এমনই সুর বাঁধে
অবাক আকাশে প্রিয় বাতাসে মন খারাপ যে ছুটে


তোর কবিতা যে শুনতে ইচ্ছে হয়
মন বলে ভাবনা করবো আমি জয়
সারা রাত ধরে মন বন্দরে বহে ঝড়
ভাবতেই থাকি কে আপন আর কে যে পর!


সন্ধ্যে দেখে আজ আশ যে মেটে না
লেখার পাতায় মিছে আঁকি তোর বন্দনা
তোর কবিতায় অলীক ছবিটায় বেঁচে রই
আমি হাত না বাড়াই মন দিয়ে মন তোর যে ছুঁই


আবার হবে কি এমন তরো দেখা!
হাঁটতে হাঁটতে কবিতাতে মিশে থাকা
নীরব অপেক্ষায় আমি যে রই
যেন আবারো আমি কই
সেদিন হয়েছিলো দেখা
ভাগ্য রেখায় দিনটি ছিলো লেখা।