শুধু একটুকু ছুঁই
বৃষ্টি নামা মেঘের মত
কুয়াশা ভেজা শীতের মত
শিশির ভেজা ঘাসের মত
কৃষ্ণচূড়া তুই
দেখতে তোকে নাই বা পারি
এমনটি দিয়ে ছুঁই
শুধু চোখ দুটি মোর স্বপ্নে ভাসে
অবাক হয়ে রই
হাত দিয়ে আমি নাই বা পারি
মনটি দিয়ে ছুঁই
তোর চিবুকের ঐ ভাঁজ
তোর গালের মিষ্টি টোল
মুচকি হাসি ঠোঁটের কোণে
মিষ্টি মধুর বোল
আমি অবাক হয়ে চাই
নিদ্রা মাঝে সকাল সাঁঝে
মোর কল্পনায় তোর বাস
অবাক হয়ে তোকে ছুঁতে গিয়ে
নিজেকে হারাই
মোর আরাধনার দুধ সায়রে
তোকেই খুঁজে যাই
তোর ভ্রমর কালো চোখ
তোর দীঘল কালো চুল
মোর অচ্যিন্তে যে তোর'ই সুবাস
তোর চাওয়াতেই মন যে আমার
হয়েছে আকূল
শুধু কি ছুঁতে পারার আশ
নাকী দেখাতে মোর বাস
তোকে খুঁজতে যেয়ে হারিয়েছে
মোর বেনামী জাত কূল
শুধু একটুকু ছোঁয়ায়
বাচিবার এই ভুল
শুধু একটুকু ছোঁয়ায়
বৃষ্টিতে মশগুল