একদা কবিতা লিখতাম
শুধু তোমার কথা ভেবে
শীত-গ্রীষ্ম- বর্ষা মেদুর
তোমার ছবি এঁকে
তখনো তুমি ঢং বলতে
লাগতো মন্দ নয়
তাতে খানিক আদর মাখা
উপহাস কভু নয়
আজও তুমি ঢং বলো
তাতে বিদ্রূপ থাকে মিশে
ভালোবাসার পরিণতি
রহে আশীবিষে
আজো আমি লিখে চলি
শতেক শব্দ মালা
তাতে ভালোবাসার পঙক্তি থাকে না
তাতে গানের সুর মেলে না
তা নিছক ভাষা নিছক বর্ণ মালা
আজো শত কপোত কপোতী
ভালোবেসে ছুঁয়ে দেয় হাত
আমি শুধু তাকিয়ে দেখি
ভালোবাসায় নেই খাদ
আজো আমি তোমায় ভালোবাসি
সেই হাজার কবিতার মত
সময় পেলে মনের ক্যানভাসে
আঁকি বুকি দুই ছত্র
লিখতে বসলে ভুলতে বসি
অফিস সময় পার
আজ টাকার কাছে বন্দী কলম
অনুভূতি অসার