একবার বুলবুলি এসেছিল বাংলায়
সব ধান খেয়ে সাবার
পুরো চালের বস্তা সুদ্ধা।


ওরা যে পেঁয়াজ খায়
এটাও জানা ছিলো না।
অসহায় মুদি,
পেটের দায়ে নাকি ২৮০ টাকায় বিক্রি করলো।
এতো হিসেবের পর বুঝালাম
আমার লবন কেনা বাকি।


আসছে রমজানে
আবার বাড়বে দাম
অলিখিত চুক্তি হয়েছে সংবিধানের সঙ্গে।
কিন্তু এই মহামারীর কি হবে?


চোরের মা'র বড় গলা
গলায় হয়েছে কাশি,
বড় গলার প্রাণী গুলো
আজ সব খাঁচায় বন্দী।


নেই কোন টকশো তে
নেই সভা কিংবা সেমিনারে।
ওরা ভয় পেয়েছে,
আগেই জানতাম সব পাখি
উড়তে পারে না।


মাছেরা গ্রামের পর গ্রাম
খেয়ে শেষ করে ফেলেছে।
নদীর পাড় ভরাট করা হয় আবার খেয়ে ফেলে।
সব দোষ ঐ ইলিশ মাছের,
জাতীয় মাছ তো,
বেশি দাম বেশি ক্ষমতা।


ভোল্টের টাকা গুলো খেয়ে
শেষ করলো ঐ গ্রাম্য ইঁদুর।
হাতের পাঁচ পুঁজি বাজারে যা ছিলো—
সূচক কলেরা রোগীর মত
একবার যে বিছানায় পরল,
আর সুস্থ হলো না।


এই দেশ খেটে খাওয়া মানুষের
কোন বন্য প্রাণীর অভয়াশ্রম নয়।
ওষুধ ছিটিয়ে ফাঁদ পেতে
ও ব্যবস্থা জানা আছে সবার।
কাউকে ভাতে মারতে চাই না,
চাল কেজিতে বেড়েছে ১০ টাকা।