এই শহরের প্রতিটি দিনে
প্রতিটি সকালে, দুপুরে, রাতে;
প্রতিটি ফুটপাতে, প্রতিটি মোড়ে;
প্রতিটি সিগন্যালে, প্রতিটি উদ্যানে;
প্রতিটি ভবনে, প্রতিটি বস্তিতে;
প্রতিটি সতেজ এবং মরা গাছে;
প্রতিটি মস্তিষ্কে, প্রতিটি হৃৎপিণ্ডে;
প্রতিটি প্রেমিক-প্রেমিকার জীবনে;
প্রতিটি ধনী এবং গরীবের জীবনে;
প্রতিটি চাকুরিজীবী, প্রতিটি বেকার;
প্রতিটি সুস্থ, প্রতিটি মাতাল;
এবং আমার জীবনেও কিছু গল্প ছিলো,
গল্প তৈরি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।
তুমি এক-তৃতীয়াংশ শুনেছো, বাকিটা সময় নিয়ে গেছে।