শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য
এই মাত্র সাক্ষী হইলাম
আরো কয়েক মুহূর্তের।
প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ;
জয়-পরাজয় সেতো কালের সাক্ষী।


চাইলেও ফিরে যাওয়া যায় না,
মুছে ফেলা যায় না অনেক কিছুই।
আরো একটি দিন বেঁচে থাকার প্রবল আগ্রহ,
প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ;
জয়-পরাজয় সেতো কালের সাক্ষী।


দুরন্ত আমি ঘুড়ি আর লাটিম হাতে বেশ ছিলাম,
মাছ ধরাটা ছিলো সকালে নাস্তা,
ফড়িং আর জোনাকি দিয়ে হতো লাঞ্চ থেকে ডিনার।
হঠাৎ একদিন দায়িত্ব এসে কড়া নাড়লো,
এখন চাইলেও অফিসের ফাইল হাতে
ভোঁদৌড় দেওয়া যায় না।
প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ;
জয়-পরাজয় সেতো কালের সাক্ষী।


নেই মাঠঘাট আর সবুজ ঘাস
পায়ের তলায় এখন সু আর দামি কার্পেট।
দিন দিন হারিয়ে যাচ্ছে রক্ত প্রবাহ,
মস্তিষ্ক নিস্তেজ হয়ে যাচ্ছে।
এভাবেই একদিন হারিয়ে যাবো,
ইঁট-কাঠ-পাথরের এই শহরে।
লেখা হবে একটি সুইসাইড নোট,
আমার মৃত্যুর জন্য এই সমাজ-দেশ-পৃথিবী দায়ী।
প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ;
জয়-পরাজয় সেতো কালের সাক্ষী।