মৃত্যুর ঠিক কাছে এসে যখন
আমি ফিরে পেয়েছিলাম আমার প্রিয়তমাকে,
তখনও উপলব্ধি করতে পারিনি নিঃসঙ্গতার মানে;
তাইতো আজও খুঁজে বেরাই অস্তিত্বের মাংসপিণ্ড [তুমি সব সময় অস্তিত্ব সংকটে ভুগতে]।


নির্জনে আর একাকীত্ব গ্রাস করে না,
খুঁজে পেয়েছি একাকীত্বের স্বাদ।
কারন দিন শেষে আমিও তো মাংসাশী;
মন এবং প্রাণের হিসেব পাওয়া দুষ্কর [প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না]।


যতটা দুর্বল ভেবেছিলে ততটা সবল ছিলাম তখনও,
শুধু অপ্রকাশিত ছিলো মাতৃভাষা;
তাই বলে কি সময় বয়ে যায়নি [সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না]?


অতীত তোমার জন্য ছিলো ভবিষ্যৎ আমার,
যেখানে আমি স্বাধীন এবং সুস্থ;
সেখানে তোমার মৃত্যুর অনিবার্য [স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন]।