আমিও একদিন প্রেমিক হবো
ভালোবাসার সন্ধানে পাড়ি দিবো
আটলান্টিক বা ভারত মহাসাগর।


প্রেমিকাকে খুঁজে বের করবো
দাস্ত-ই লুত, আতাকামা
কিংবা যুদ্ধাহত এই শহর থেকে।


ভালোবাসা আদায় করবো
মোহাম্মদ আলীর থেকে শক্তিশালী হয়ে।
প্রয়োজনে হয়ে যাবো স্বৈরাচারী শাসক।


জানি জোর করে ভালোবাসা পাওয়া যায় না
কিন্তু আমার এই পানি হীন ধূ-ধূ মরু হৃদয়ে,
ভালোবাসাই একমাত্র শীতল ছায়া,
এক ফোঁটা পানির আধার।


যদি জানতে পারি
কাল বা পরশু তোমায় দেখতে পাবো
তাহলে আমিও-
কাটাতে পারবো জীবনের বাকি দিন
এই অশ্বত্থ গাছের নিচে।
অবলীলাক্রমে পাড়ি দিবো ইংলিশ চ্যানেল।


আমি প্রেমিক, আমি স্বৈরাচারী,
আমি নজরুলের বিদ্রোহী বালক।
আমিও ভালোবাসার জন্য বাঁধতে পারি
দূরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড়।
১০৮ টি নীল পদ্ম খুঁজে বের করা কি খুব কঠিন?
প্রয়োজনে আমি তাও খুঁজে বের করবো
তবুও আমার ভালোবাসা চাই, চাই, চাই।