তারুণ্য কী অগ্নিগিরি
উঠলে জেগে
উথাল পাথাল কাণ্ড ঘটে ?
উল্টো স্রোতে বয়ে চলা নদী ,
অথবা সে লাগাম ছেড়া ঘোড়া
ছুটতে থাকে দিনরাত্রি ক্ষ্যাপা !
অবশেষে মুখ থুবড়ে পড়ে
পথের ধারে কিংবা খাদের পাড়ে ।


যুগে যুগে কাব্য ইতিহাস
জমে জমে হয়েছে এক স্তূপ
তোদের নিয়ে যত স্বপন দেখা
ক্রোধও জমে সমান তালে তালে
আছড়ে পড়ে প্রচণ্ড উল্লাসে
জলপাই রং হায়েনা কিংবা শিয়াল
তোদের উপর সমস্ত বিদ্বেষ ।


অন্ধকারের গহীন বিবর থেকে
বেরিয়ে আসুক আলোক বর্ণচ্ছটা
সেই আলোতে পথটি নিবি চিনে
বিরতিহীন চলা যাবে থেমে ।
জয়ী তোকে হতেই হবে যে রে ।