সুন্দরী অপরূপা , মাথায় অতসী খোপা
যেন রাঙতা কাগজে মোড়া চক চকে বেশে
করে সে হৃদয় হরণ এক নিমেষে।
কোথাও নেই কোন খুঁত
স্বর্গ হতে আগত সাক্ষাৎ প্রেমদূত
তাহার মসৃণ পদযুগলে
কত মিউ মিউ বঙ্গ সেনা
দিবারাত্রি আনাগোনা।

টিভির সিরিয়ালে স্থির দুটো চোখ
বিধ্বংসী আবেগে খুঁজে ফিরে সুখ।


গোয়েন্দারা অবশেষে ছুটেছে ব্যাঘ্র বেশে
এদিক ওদিক দেয় হানা
থাকবেনা কিছুই অজানা।
সবকিছু রহস্যের জালে
একে একে জট খুলে
পৌরুষদীপ্ত সিগার হাতে
ধরে ফেলে হাতে নাতে
কেউ বলে “ইয়ে সাব ঝুট”
বড় কিছু হয়ে গেছে লুট
মেঝেতে পড়ে আছে নায়িকার স্যুট
হয়নি কেহ আহত কিংবা নিহত
কৃত্রিম হৃদয় সবার
নেই কারো কিছু হারাবার।।