নীরব নির্জন
গাঢ় কালো ঘন বন
অদ্ভুত মনোরম অশ্বত্থ মায়া
কুয়াশার জালে বোনা তপ তরু ছায়া
ঘুম ঘুম তন্দ্রায়
পথ চলা থেমে যায়
শ্রান্তির হাতছানি- তবু যেতে হবে জানি
সময়ের সাথে মোর হয় কানাকানি--
"বহু দূর যেতে হবে ঘুমোনোর আগে
কিছুক্ষণ রব হেথা, বড় সাধ জাগে
কথা যদি রাখি তবে, বহু দূরে যেতে হবে,
বহু দূরে যেতে হবে ঘুমোনোরর আগে।।
             (অনুবাদ কাব্য)