যেথায় যখন তোমাদের তরে আসি
পুলকিত বদনে এক রাশ স্মিত হাসি।
দুঃখ বিনে এ ভুবনে কোথাও কি কেউ আছে ?
তবু ভাব করে রই সুখে আছি মিছে।
এ সংসারে আছে যার সামান্য অনুভূতি
সুখের দেবতা কভু শুনেনা তাঁর আকুতি।
সব আশা ভাষা পায়
তবুও সে সুখী নয়
পরের বেদনা তারে অলক্ষ্যে কাঁদায়।
সুখের আবরণে বিষণ্ণ জীবন
উষ্ণ জলে ভাসমান বরফ যেমন।
মেঘে ঢাকা আকাশে বরষার নেশা
নীরবে সহ্য করে অদম্য পিপাসা।
অসংখ্য প্রাপ্তি মাঝে সাফল্য অনন্ত
জীবনের গল্প, অবশেষে বিয়োগান্ত।


সমাপ্তি যদি হয় অশ্রু জলে -----
এত রোগ অনুযোগ নিরাশার ছলে,
কেন মন ম্রিয়মাণ চীর শোকানলে ?