সত্তর খণ্ডে লেখা উপন্যাস
দুঃখ সুখের রমন্যাস
না জানি কী আছে শেষের পাতায় ?
অজানা শঙ্কায় সঙ্কটে ধায়।


এখনও আকাশে চাঁদ
নেই কোন অবসাদ
পরিপূর্ণ আনন্দধাম
সুখের স্বর্গে সু-স্বাগতম।


কোথা সে অচীন বেহালাবাদক
সুর তুলে যায় নীরব সাধক।
শোনাবে নতুন গান, নবীনের আহ্বান
অতীত হারায়ে যায়, নিভৃতে করুণা ধারায় ?


এখনও আকাশে চাঁদ
নেই কোন অবসাদ
যেটুকু সময় আনন্দে ডুবে যায়
বাদ্যের তালে বাদকের বন্দনায়
প্রকৃতির মাঝে হারায় এ মন
বাদ্যের সাথে বাদক যেমন
যেদিকে তাকাই নিয়মের খেলা
বাদক যে সুরে বাজাবে বেহালা।।