ফলত হয়, বাহ্যত নয়
এ কেমন রিক্ত জীবন
কাল্পনিক বাস্তবতায় ?
রুদ্ধ তব দ্বার
তবু তারে খুঁজি, আঁখিদ্বয় মুদি
দেয় ধরা যদি----
কিছুটা মুক্তি পাই, সাময়িক তৎপরতায়
ফেসবুকে, নেটে আর ক্ষুদে বার্তায় ।


জগতের ইন্দ্রজালে, জাল বুনি পলে পলে
আকুতির ছলনায়
চোখ মেলি পর্দায়
মন পড়ে থাকে, বোতামের প্রতি ফাঁকে
রুদ্ধ সকল দ্বার, অমোঘ বাস্তবতার।।