ও হে বঙ্গবাসি! যুদ্ধের কি হলো অবসান?
না! কি প্রকৃতি দিবে আবারো যুদ্ধের আহ্বান
একবার যুদ্ধ করে শান্ত হয় নি তোমার মন
আবার আসলে সিলেট জুড়ে করেছো বিচরণ।
কেউ বা প্রকৃতির অত্যাচারে কষ্ট পাচ্ছে
একদিকে চলছে মহামারি,
সিলেট বিভাগে ধ্বংস হচ্ছে
মানুষের ঘর-বাড়ি।
ভাসছে পশু, ঘরবাড়ি আর সরণি যাচ্ছে তলিয়ে,
কাঁদছে শিশু নর-নারী তার আপন জন হারিয়ে।
বন্ধ স্কুল, হাসপাতাল আর রাজপথের যান,
কোথায় মসজিদ, মন্দির, গির্জা? সবই ভাসমান।
স্বপ্ন প্রয়াসের সোনার ফসল; খেটে খাওয়ার মাঠ,
সব ডুবিয়েও নেইকো থেমে; ডুবছে বাজার-হাট।
তোমায় সেজদা দেওয়া একটু নাই যে মাটি
মরলে মানুষ মাটি দেওয়ার নাইযে কোন ঘাটি।
নামাজ কাজা করছে মানুষ পীর আউলিয়ার দেশে,
পানিই জীবন আবার পানিই নিদান হইল অবশেষে।
নামাজী সব মোনাজাতে চাও কৃপা এক আল্লার,
তুমি বাঁচাও মাতৃভূমি, ক্রন্দন শোন এ বান্দার।