রজনীর শেষে সোনালি প্রভাতে, মিষ্টি সূরের ডাক, শুনিতে নাহি পারি আজ।
দিনের দ্বি-প্রহরে দুধ মাখা ভাত,  পাই না ঘরে আজ।
বেলা শেষে গোধূলি লগ্নে, ডাকে না কেউ খোকা বলে।
রাত্রি বেলা ঘুম পাড়ানি গান, কেও বলে না পাশে আর।
আকাশের সেই চাঁদ, টিপ দেয়না কপালে আর।
মাঝ রাতে বিছানায় রাখি যখন মাথা, বুকের নদীতে যন্তনার ঢেউ করে সুধু খেলা।
কূল ভাঙ্গিয়া বুকের নদী,  গড়ে নতুন চর।
সেই নদীতে ভেসে চলে মা জননীর মায়ার আঁচল।
মুখ দেখিয়া কতজনা, করে তামাসা অশ্রু জলের কালি দিয়ে লেখি মায়ের কবিতা।