শুনো গো রমনী?  
ভাসিয়ে দিলাম, তোমার নামের তরী।
যেদিন থাকবোনা ভূবনে, খুঁজে নিও বৈরানের জলে।
আঁকাশের চাঁদ এনে টিপ দিলাম, তোমার কপালে।
চাঁদনীর কিরন হয়ে থাকবো তোমার মাঝে মিশে।
ক্যাশ দুয়ে দিলাম ঝর্নার জলে, পবনের হাওয়া হয়ে দুল খেলবো তোমার চুলে।
আঁকাশের রঙ দিয়ে,শাড়ি পরালাম তোমার গায়ে।
নীল আঁকাশের মাঝে খুঁজে নিও আমাকে।
রক্তিম রবির রঙ এনে রাঙ্গিয়ে দিলাম তোমার চরনে।
খুঁজে নিও আমাকে গোধূলির শেষ ভেলাতে।
সাজিয়ে দিলাম শিমুল ফুলের দুলে।
শিমুল তুলোর শীতের চাঁদরে, খুজে নিও  রাতের নিশীতে।
হাত পাখার বাতাসে, ছড়িয়ে দিলাম তোমার অঙ্গে।
গরম লাগলে খুঁজে নিবে, শীতল হাওয়ার মাঝে।