রজনীর অপূর্ব শোভার কিরনে মেঠো পথ তেড়ে ।
দারিয়েছিলাম দূর্বাদলের বিমুখ প্রান্তরে ।
পবনের শীতল হাওয়া এসে লাগে গায়ে ।
চাঁদ অপরূপ শুভ্র আলো ঢেলে দেয়  ইলার বুকে ।
রঙ্গিন স্বপ্নের দিগন্ত দুল খেলে মনে ।
দু চোখ অবলোকন আঁকাশের পানে ।
রূপ মাধুরীর প্রবেশ অন্তরীক্ষে ।
মাধুরীর দীপ্তি তে,জোনাকিরা ঘুম থেকে জেগে উঠছে দেখিতে ।
ব্যাঙের  সুরের তালে তালে জোনাকির দল ঝলক দিচ্ছে প্রান্তরে ।
চাঁদের জ্যোৎস্না এসে মিশেছে মাধুরীর কপালে ।
অম্বরের রং এসেছে মাধুরীর শাড়ীর শোভা হয়ে ।
তিমির তাঁরা যেন মাধুরীর গায়ে চুমকির শুভ্রতা ।
রাস্তার বাঁকে মাধুরীর প্রদীপে, চেতনার পাখি হয়ে উড়ে চলেছি মনে স্নিগ্ধতা নিয়ে ।