ঘরের দিকে চেয়ে থাকি , যে ঘরে তুমি মা থাকতে দিবা-রাত্রী ।
        বিছানা পরে আছে তেমনি সুধুু মা নেই তুমি ।
             টেবিলের উপর আছে পানের বাটা ,
         মা তুমি ছাড়া জনম কি কাটবে আমার একা ।
মেজে তে পরে আছে তোমার চশমা , তবে সত্যিই কি মা আমি একা ।
  দেয়ালে তোমার রঙ্গিন ছবি , তাই তো মা আমি অশ্রুু জলে ভাসি।
           পাশে নেই তুমি মা , তাই কাঁদি আমি একা ।
          আদর  দিয়ে সোহাগ দিয়ে করেছো আমায় লালন ।
      তাই আমি বুক ভাসাই পাব না আর মা তোমার আদর।
         তুুমি যখন চলে গেলে আমি হলাম এতিম ছেলে ।
   ভাই-বোন স্বজনেরা তোমার মতন আমায় আর কেউ বুঝিবে না ।
      হে রহিম রহমান আমার মায়ের কবর দিও তুমি জান্নাত ।