কমল গাল, নাহি লাজ
কপালের টিপ, পূর্ণিমার চাঁদ।
খোলা চুল,রাতের আধার
আঁখি তাহার ভারী মায়ার।
মধু মাখা, মিষ্টি ঠোঁট
কানে তাহার সোনার দুল।
আলতা রাঙ্গা, চরণ তাহার
নূপুরের সুরে প্রজাপতির গান।
পরনে তাহার শাড়ি খান
আঁকাশের নীল গায়ে তাহার।
কাচের চুড়ি হাতে তাহার
গলায় ঝুলে মুক্তা মণির হার।
কন্ঠ তাহার মিষ্টি আলাপি
দেখিতে সে অপরূপ সুন্দরী,মন কেড়ে নেয়,দিবা-রজনী।