ওই  দূর পথ, সেথায় আমার ঘর, অচেনা এক চর।
সেথায় সর্বদা রজনী,নেই প্রভাতের রবি।
সেথায় মাটির আঁকাশ,
দেহের শূন্যে বাঁশ বাগান।
ঘন-অন্ধকার রাত,আঁকাশে উঠেনা চাঁদ।
সদা ভয় সদা একা, পাবো না মিষ্টি আলোর দেখা।
সেথায় হয় না মধুর মিলন,
নেই কোন স্বজন।
পুত্র নেই,কন্যা নেই,  নেই ঘরের রমনী।
একখানা সাদা কাপড় সেই ঘরের সাথী।