ও গো স্বর্নালতা,তোমার  শাড়ির চুমকি যেন নীল আঁকাশের তাঁরা।
মেঠো পথ তোমার চরনে, পরিয়ে দেয় আলতা।
তোমার ঘন চুল খানা, পাহাড়ি ওই ঝর্না।
তোমার কপালের টিপ খানি, গোধুলি বেলার, রক্তিম রবি ।
তোমার ওই কমল গাল, রাত্রির এক ফালি চাঁদ।
তোমার ওই কানের দুল খানা।  
যেন পবনের দুলনা।
তোমার মুখের হাসিতে,  পাখি গান ধরে প্রান্তরে।
অপরুপ তোমার মুখ খানি, সুখ পায় চিত্র করের রং-তুলি।
বেলি ফুল লাগাও খোপায়।  তোমার  সৌন্দর্য ঝরে পরে কবিতার পাতায় ।