আমি আবার গ্রামে যাব,
এবার আর ফিরছিনা।
গ্রামের মেঠো পথ ধরে পৌছে যাব অরণ্যে।
আবার মাঠ-ঘাট পেরিয়ে ফিরব সেই নদীর পাড়ে
তার বুকে মাথা পেতে শুনব জলের গান।
রাত্রির আকাশের এক একটি তারাকে করব এক একটি প্রশ্ন।
জানি উত্তর দিতে পারবেনা; কারণ আমার প্রশ্নের কোন উত্তর হয়না।


ভরা বর্ষায় আবার ডিঙ্গি নৌকায় করে সেই বিলের পানিতে
ভেসে বেড়াব নিরন্তর।
ইচ্ছে হলেই ছুটে যাব, জড়িয়ে ধরব পাহাড়কে
সুদূর চূড়োয় মেঘ ছুয়ে যাবে তৃষ্ণার্ত মন।
সমুদ্রের বিশালতায় বিসর্জন দেবো হৃদয়ের সব তুচ্ছ বাসনা।


আবার ফিরে যাব সেই পাহাড়ি ঝরনার ধারে
পাহাড়ি গানের সুরের সাথে তার সুর
মিলে একাকার।
নিঝুম সেই বটতলা, সেই পুকুর পাড়
সেই ঝিঁ ঝিঁ ডাকা সন্ধ্যা ফেলে আর ফিরছিনা।