অবুঝ মনের খেলা,
  
  কাদা মাটিমাখা ছেলে দুই,
  মিছে চাষ আবাদে করে ভূঁই।
  লাঙ্গল বানায় দিয়ে কাদামাটি,
  পাতার টাকায় দেয় কাগজেরপটি।
  গরুছাড়া করে হাল,
  বীজ বুনতে আনে চাল।
  ধূলোবালি দিয়ে বানাই বাড়ি,
  লতা পাতার রঙিন শাড়ি।
  রান্না করতে বেজায় খুশি,
   ইটেরগুড়ো বাটতে লাগে কাশি।
  যায় বেলা, অবুঝ মনের খেলা,
  ক্ষুধায় ক্ষান্ত হয় হেয়ালি চলা।
  সমাজে তাদের শিশুজীবন নগণ্য
  নেই হিংসা, তাঁরা মহা-বরেণ্য।
  এখন ভেদাভেদের মারামারি,
  স্বার্থেরজন্য ভায়ে ভায়ে কারাকারি।।