নিদ্রাহীন সারারাত ! ভাবনার সাগরে ডুবে থাকি।
নিমেষেই দুর্গম গিরি সাগর-মহাসাগর গ্রহ নক্ষত্র
মহাকাশ পাড়ি দিয়ে চলেছি। কল্পিত দুর্জয় সব্যসাচী ! ক্ষণিক সময়ের জন্যে ভুলে যাই দারিদ্রতা।প্রত্যহ রাতে উঁকি মারে ভাবনা।


পূর্ব দিকে লাল আভা বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে    
শুরু হয় বেঁচে থাকার লড়াই। রোজনামচা !  
তখন কল্পনাপ্রসূত ভাবনা মরীচিকা !      


যা ভাবি তার ছিঁটেফোঁটাও কার্যকর করতে পারিনা।
আমি অযোগ্য।তবে কর্মক্ষম।পরিস্থিতি প্রতিবন্ধক।
এভাবেই কেটে যাচ্ছে দিন মাস বছর।তারপর ঘনিয়ে আসবে মৃত্যু। আক্ষেপ থেকে যাবে, কল্পনাপ্রসূত ভাবনা অধরা মরীচিকা !!