কষ্টের দিনগুলো কভু যায়না ভোলা,
এ জীবন সায়াহ্নে শুধুই মনে পড়ে।
শৈশবকাল কেটেছে, চরম অনাহারে !
ক্ষুধা ভিক্ষা করেছি বাবু গণের দ্বারে।


বিনা শ্রমে বাবুসাব নাহি দিতো অন্ন--
কায়িক শ্রমে জুটত, একমুঠো আহার।
দু'জনে মিলে খেতাম, আধপেটা খাবার !  
এ জগতে বোন ছাড়া,কেউ নেই আমার।


রোগভোগে অনাহারে বোনটি গেল মরে,
সাহায্যদানে কেউতো আসেনি এগিয়ে।    
আজো চন্দ্রিমা ডাকে বিষণ্ণ হৃদয়ে --
'এসো ভাই চলো যাবে, ঐ আকাশে হারিয়ে'।


এক বুক জ্বালা লয়ে আসলাম শহরে,
অভাব করেছি জয়, তবু বিষণ্ণতা।    
অর্থবলে পেয়েছি অনন্ত ক্ষমতা,  
সদা জনগণ করে এখন মান্যতা !


আজ শৈশবের স্মৃতি, বারে বারে কাঁদায় !  
দাও বলে বিধি স্মৃতি ভুলবার উপায় ।