গায়ে শতছিন্ন একফালি বস্ত্র, উষ্কখুষ্ক কেশ।
মলিন মুখমণ্ডল।একনাগাড়ে চেয়ে থাকে...
বাবুসাহেবের দিকে।খিলখিল হাসে বেশ !  


কিশোরী জানেনা কি তার, বংশ পরিচয় !
নাম ঠিকানা ! কেউ ডাকে "রঙ্গিলা",
আবার কেউ কেউ ডাকে "সুন্দরী","রূপের রাণী,"
"ইরানি গোলাপ","কাশ্মীরি আপেল" কতশত নামে।


প্রয়াত হত দারিদ্র্য বৃদ্ধা মাতৃ পিতৃ স্নেহে আগলে
রাখতো তার। গর্ভধারিণী মা অন্ধগলির বাঈজী দাসী ! আজ জনম দুঃখিনী নিরাশ্রয়।


"বেজন্মা" তকমা, চাঁপা যন্ত্রণা নিয়ে জনবহুল স্টেশনে গান গেয়ে ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান। কতশত বাবু আরচোখে তাকান।অন্ধগলির রাণী বানাতে চান।


"বেজন্মা" তকমা নিয়ে বেঁচে থাকার চেয়ে অন্ধগলির রাণী হওয়া শ্রেয়।


18/06/2020.