কৈশোর কালের বন্ধুত্ব সম্পর্ক আজ ফিকে !
আমরা তো মানিকজোড় ছিলাম।এখন দেখা হলে দু'চার কথা এখানেই শেষ ! শুধু ভাবি এমন হওয়ার ছিলনা।


দিনআনা, সংসার পরিজন নিয়ে গাঁয়ে মাটি কামড়ে
বেঁচে আছি।দুরন্তপনা কৈশোর কালের স্মৃতিচারণে
কখনো হাসি।আবার কখনো বন্ধুর জন্য চোখের
কোণে নোনাজল জমে !


শহরে ও মস্ত বড়ো চাকরি করে।মোটা মাইনে পায়।
স্ত্রী সন্তান অন্যত্র থাকে।কেউ কাউকে পরোয়া করেনা।স্ত্রী বেলেল্লাপনা জীবন যাপন করে।বন্ধু বড়ো একা,অসহায়।বুক ফেটে যায় ওর একাকীত্বের জন্য।


তবু বন্ধু কিছু বলেনা।আমি কি পারবো,ওর মুখে হাসি ফোটাতে।চার হাত এক করতে,কৈশোরকালের
মানিকজোড় দোস্ত অটুট রাখতে।


সময় পরিবেশ প্রতিকূল তবু এ যুদ্ধে ব্রত।