বাড়ছে রোগ বেড়েছে গড় আয়ু,
আবিষ্কৃত মরণ ব্যধির ঔষধ।
অসহায় মানব ! নেই বিশুদ্ধ বায়ু !
রোগের জন্যে মানবের জীবন বিষদ ,
মহামারির প্রাদুর্ভাব নেই দেশে।
রোগের জীবাণু পেয়েছে নব পথ ,
অত্যাধুনিক জীবাণু মানবের দেহে মেশে।
রোগের উপসর্গ দেখে ডাক্তারের ভিন্নমত !
জীবাণুর সাম্রাজ্য বিস্তার সারা ভবে ,
মানব পাচ্ছেনা মুক্তি জীবাণু থেকে।
জীবাণুনাশ ঔষধাদি কি রেহাই দেবে ?
স্রষ্টায় আমাদের জেনো শান্তিতে রাখে ।।