প্রলয়ঙ্করী ঝড়ও নিস্তেজ হয়,
সর্পের আক্রোশ ক্রমশঃ কমে।
প্রখর সূর্যতাপ মেঘ গ্রাস করে।
পরাক্রমশালীর দাপট-ও থামে,
একটু বোধগম্য হ'লনা আমায় !
কেন সখী বিষণ্ণ ? আচরণে বুঝি---
কি কারণে তুষানল জ্বলে প্রিয়ে হৃদে ?
একবার বলো কেন এ বিষাদ আজি !
প্রিয়তার আচরণে মন বিদীর্ণ,  
চাতকের মতো চেয়ে, তোমারি আশায় ;
এতো বর্ষায় তবু মন ভিজল না  
প্রিয়ার বিষণ্ণতা এ মন কাঁদায়।