যাচ্ছেতাই না খেয়ে দিন যায়--
মাথারঘাম পায়ে ফেলে,
কত কষ্টে ফসল ফলায়
অনাহারে পরাণ জ্বলে !

ঋণের দায়ে জলের দরে
চাষি বেঁচে যত্নের শস্য।
বছরভর রয় অনাহারে,  
দিনেদিনে হচ্ছে নিঃশ্ব !


চাষির চিন্তা কেউ করেনা,
ইচ্ছেমতো করে শোষণ !
চাষবাস তবুও ছাড়ে না
তিলেতিলে হচ্ছে মরণ !


জাতির জুটায় দানাপানি---
তবু চাষি নাহি পায় মান !  
হরদম সইছে পেরেশানি,
সভ্য সমাজ দেয়না সম্মান !


থাকবো না আর অন্ধকারে,
সবে মিলেমিশে রবো।
চাষি বাঁচুক জীবনভরে,
চাষির প্রতি জাতি ভাবো ?